নারায়ণগঞ্জ বাণী নিউজঃ নারায়ণঞ্জের বন্দরে এ কে এম সেলিম ওসমানের প্রচেষ্ঠায় কর্মজীবি নারীদের জন্য আধুনিক হোস্টেল নির্মানের উদ্ভোদন করেছেন শ্রম ও কর্মস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। ৭ জুলাই শনিবার বন্দর উপজেলার রাজবাড়ি এলাকায় ৯ তলা বিশিষ্ট ও হাসপালের সুবিধা সহ ভবনের উদ্ভোবন করেন তিনি। ৫৪ কোটি টাকা ব্যায়ে ৫৫ একর জায়গা নিয়ে নির্মিত এ ভবনে প্রায় ৭শ কর্মজীবি নারী একসাথ বসবাস করতে পাবের।
শ্রম প্রতিমন্ত্রী জানন,খুবি অল্প খরচে শ্রমজীবি নারীরা এখানে বসবাস করতে পারবে। এছাড়া চাষারার বাগ-এ-জান্নাত এলাকায় শ্রম কল্যান কেন্দ্রের জায়গায় ৩শ শয্যার হাসপাতাল নির্মানের ঘোষনা দেন তিনি।
পরে শ্রমিক লীগ অায়োজিত ময়মনসিংহ পট্রি এলাকার শীতলক্ষা নদীর তিরে এক সমাবেসে যোগদেন । সমাবেসে সভাপতিত্ব করেন কেন্দ্রিয় শ্রমিক লীগের সভাপতি শুক্কর মাহমুদ।
এরপর প্রতিমন্ত্রী বিকেএমইএ ’’শ্রমিক প্রশিক্ষন কেন্দ্র ও ম্যনেজম্যান্ট প্রশিক্ষন কেন্দ্র আইএ আরটি” পরিদর্শন করেন ও প্রশিক্ষনার্থীদের সাথে কথা বলেন।
বিকেএমইএর প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের এই মহত উদ্দ্যেগের প্রশংসা করেনি তিনি।
এসময় প্রতিমন্ত্রীর সাথ উপস্থিত ছিলেন.এ কে এম সেলিম ওসমান এমপি,সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা বেগম বাবলি,শ্রম কল্যান সংস্থার চেয়ারম্যান, শ্রম অধীদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সহ আরো অনেকে।