লং মার্চ ৫বি রকেট

নিশ্চিত করা গেছে স্থান-জেনে নিন কোথায় পড়েছে লং মার্চ ৫বি রকেট

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ লং মার্চ ৫বি রকেট’টি গত ২৯ এপ্রিল চীনা মহাকাশ স্টেশনে  সফলভাবে প্রেরন করে চীন। একই সাথে সঠিক ভাবে স্থাপনো করা হয় চীনা মহাকাশ স্টেশন তিয়ানহে স্পেসে।

আরও পড়ুন-রবিবার-জেনে নিন গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জের করোনার সর্বশেষ খবর



তবে স্থাপনের পরেই নিয়ন্ত্রণ হারায়  লং মার্চ ৫বি রকেট’টি।  চীনা মহাকাশ স্টেশন তিয়ানহে স্পেস থেকে আচড়ে পড়তে থাতে পৃধিবীর দিকে।এরপর থেকে সারা বিশ্ব্যব্যপি শুরু হয় সরগোল । কোথা পড়বে চিকি সেই রকেটের অংশটি।


পৃথিবীতে ভূপাতিত হতে যাওয়া রকেটি ১০০ ফিট লম্বা ও ওজনে প্রায় ১৮ টন। প্রথমিক ভাবে ধারনা করা হয়েছিল বি’-এর পতনশীল টুকরো তুর্কমেনিস্তানের কোথাও পড়তে পারে। আবার ধারনা করা হয়েছিল ধ্বংসাবশেষ ইতালির নয়টি অঞ্চলে পড়তে পারে।


তবে আজ সকালে রকেটের অংশটি পৃথিবীর বাযুমন্ডল অতিক্রম করার পর চীনের মহাকাশ সংস্থা ম্যাননড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিস জানিয়েছে লং মার্চ ৫বি রকেট’টি মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে পড়বে।

চীনের মহাকাশ সংস্থা ম্যাননড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসের তথ্য অনুসারে এমন একটি নিউজও প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*