নারায়ণগঞ্জ বাণী২৪কমঃ রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০ ,বিমান বাহিনীর হেলিকপ্টার ও সেনাবাহিনী । তবে সেচ্ছাসেবক হিসেবে কাজ করছে সাধারন জনগনও।
২৮ মার্চ বৃহস্পতিবার বেলা ১২ ৫০ মিনিটের দিকে রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারের ৯ তলা ভবনে অগুনের সূত্রপত হয়।
অগ্নিকান্ডের ঘটনায় ভবনের ভেতরে আটকে আছে কয়েক শত মানুষ। আটকে পড়া কেউ কেউ জানাল ও গ্লাস ভেঙ্গে সাহয্যর জন্য আকুতি জানাচ্ছে। তাদের নিচে নামার জন্য সিড়ি পাঠাতে বলতেও শোনা যাচ্ছে।
উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, বিমান বাহিনীর হেলিকপ্টার ও সেনাবাহিনীর সাথে অংশ নিচ্ছে সাধারন মানুষ।
আশপাশের এলাকায় পানির সন্ধান ও ফায়ার সার্ভিসের পাইপ টেনেও অনেক সাধারন জনগনদের সাহায্য করেতেও দেখা গেছে।