নারায়ণগঞ্জ বাণী২৪ ঃ সারাদেশে ব্যাঙ্গের ছাতার মত আইপি টিভি খুুলে যার যেমন ইচ্ছা তেমন করবে সেটা, কখনো আইনসম্মত বা বঞ্জনীয় নয় উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও বাাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নিয়ম নীতিহীন আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যাবস্থা নেওয়া হবে।
৩০ জুলাই দুপুুরে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, কিছু কিছু আইপি টিভি অনেক সময় গুজব রটানোতে লিপ্ত হয়। আবার দেখা যায় অনুমোদন পাবার আগেই কেউ কেউ অফিস খুলে বসেছে, জেলা প্রতিনিধি নিয়োগ দিচ্ছে। এ সকল বিষয় গুলোকে একটা নিয়ম নীতির মধ্যে আানা প্রয়োজন।
ড. হাছান মাহমুদ বলেন, মন্ত্রনালয়ে আইপি টিভি রেজিষ্ট্রেশনের জন্য প্রায় পাঁচ শতাধিক দরখাস্ত জমা পরেেেছ। যাদের মান ভাল তারা অনুুমোদন পাবে আর যাদের বিরুদ্ধে নানা অভিেেযাগ রয়েছে সেগুলো খতিয়ে দেখে সহসাই ব্যবস্থা নেওযা হবে।