নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নুসরাত হত্যার সঙ্গে জড়িত কাউকে কোন ছাড় দেওয়া হবেনা হলে নুসরাতের মা-বাব ও পরিবারের সদস্যদের আশ্বাস প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৫ এপ্রিল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিহত নুসরাতের মা-বাব ও পরিবারের সদস্যরা দেথা করতে এসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এ কথা বলেন।
তিনি বলেন, আসামী যেই হোকনা কেন, কাউকেই আইনের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না।
সাক্ষাৎকালে নিহত নুসরাতের পরিবারের প্রতি সান্ত্বনা ও গভীর সমবেদনা শেখ হাসিনা এবং তাদের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য যে, উল্লেখ্য যে, গত শনিবার সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভবনের ছাদে বোরকা পরা চার/পাঁচজন দুর্বৃত্ত তার গায়ে আগুন ধরিয়ে দেয়। একে তার শরীরের ৭৬ ভাগ পুরে যায়। পরে তাকে চিকিৎসা প্রদানের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা।
পরে ১০ এপ্রিল বুধবার ৯টায় নুসরাত মৃত্যুবরন করেন