নেপালের লুকলা বিমানবন্দরে আবারো বিমান দূর্ঘটনা,পড়ুন বিস্তারিত

নারাায়ণগঞ্জ বাণী২৪.কমঃ উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পর্কিংক করা দুইটি হেলিকপ্টারে ধাক্কা  দেয় অভ্যন্তরীণ রুটে চলা সামিট এয়ারলাইন্সের একটি বিমান। এ ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছে ২ জন।

১৪ এপ্রিল রবিবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে লুকলা বিমানবন্দরের রানওয়ে থেকে রাজধানী কাঠমান্ডুরে উদ্দেশে উড্ডয়নের সময়  নুড়ি পাথরের কারণে পিছলে গিয়ে রানওয়ে থকে ৫০ মিটার দূরে পার্ক করে রাখা ২ টি হেলিকাপ্টারকে আঘাত করে।

এতে সামিট এয়ারের কো-পাইলট এস ধুঙ্গানা ও পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রাম বাহাদুর ঘটনাস্থলেই মারা যায় ও হাসপাতলে চিকিৎসা প্রদানকালে পুলিশের আরেক এএসআই রুদ্র বাহাদুর শ্রেষ্ঠাক মারা মৃত্যুবরন করেন।

সূত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*