নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ পরিবহন চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় দু-পক্ষের মধ্যে বেপক সংর্ঘষ হয়েছে। মুমুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এক দলের লিটার খলিলুর রহমান খলিল মেম্বার।
বন্ধ রয়েছে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যান চলাচল। মদনপুর বাসস্ট্যান্ডের চাঁদাবাজি ও স্থানীয় পরিবহন সেক্টরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়েছে।
স্থানীয়দের সুত্রে জান গেছে, ১৮ নভেম্বর রবিবার মদনপুর ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত খলিল মেম্বার তার মদনপুরের পল্ট্রি ফিডের দোকানে বসা ছিলেন। তার পর পের আমির সোহেলসহ প্রায় ৫০ জক ক্যাডার এসে
তাকে দেশিয়া দেশীয় অস্ত্র দিয়ে এলো পাথারি কোপাতে থাকে। এ ঘটনা এক হকার খলিল মেম্বারকে বাচাতে আসলে
ক্যাডারা তারেও দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে তাকে।
এর আগেও খলিল গ্রুপ ও আমির গ্রুপের মধ্যে একাধিক বার মদনপুর বাসস্ট্যান্ডের চাঁদাবাজি নিয়ে সংর্ঘষ হয়েছে।
পড়ে খলিল মেম্বার বাহিনীর লোকজন মাইকিং করে আমির গ্রুপের লোকজনের বাড়িতে হামলা চালায় ও আগুন
লাগিয়ে দেয় এবং রাস্তায় টায়ার জালিয়ে বিক্ষোভ করতে থাকে।
পরে আবার আমির বাহিনী খলিল বাহিনীর উপর হামলা চালালে এতে প্রায় ৪ জন পুলিশ সহ অর্ধশতাধিক আহত হয়।
খলিলুর রহমান খলিল মেম্বার ও শাহ-আলমকে গুরুত্বর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি যানায়, গুরুত্বর অহত অবস্থায় খলিল মেম্বর ও শাহ আলম কে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়েন্ত্রনে পুলিশ চেষ্টা চালাচ্ছে।