পাঁচটি অ্যাপস দিয়ে বদলে নিন আপনার স্মার্টফোন !

লিখেছেন : ফারহান তাজওয়ার রবি

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ পৃথীবি আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে। তার সাথে  যুক্ত হচ্ছে নতুন নতুন অ্যাপস  স্মার্ট ফোনের জন্য। লক্ষাধিক অ্যাপসের ভিতরে আছে কিছু  ধরণের উপকারীে  সময় বাচানো এবং প্রয়োজনীয় অ্যাপস। গুগল প্লে স্টোরে  দেখা মিলবে কিছু উপকারী এ। আমাদের জন্য প্রয়োজনীয় ৫টি অ্যাপসের একটি তালিকা ও বিবরন দেওয়া হল।

.Smart kit 360
৫ মেগাবাইটের এই অ্যাপস  অসাধারণ।  আপনার হাতের কাছে একটি আধুনিক ছোট টুলবক্স। অবশ্য ছোট হলেও অ্যাপসটির মধ্যে এমন সব সুবিধা রয়েছে যা আপনি ব্যাবকহার নাকরলে বুজতেই পারবেন না। এখন আপনার নিশ্চই ভাবছেন কি আর এমন আছে এই ৫ মেগাবাইটের অ্যাপসে। অ্যাপসটির ভেতরে রয়েছে প্রয়োজনিয় তথ্য রাখার জন্য নোটপ্যাড,  ডিকশনারি, ট্রান্সলেটর,  বার কোড স্ক্যানার, টর্চ,  ভয়েস রেকর্ডার, ক্যালকুলেটর,  কারেন্সি ইনভার্টার, ইউনিট ইনভার্টার, স্টপওয়াচ, মানচিত্র সহ আরো অনেক কিছু ।  অনেকেই ভাবেতে পারে যে এরকম তো শত শত অ্যাপস রয়েছে এটাও ওগুলোর মতোই।  আরো  অনেক সুবিধা রয়েছে এই এপটাতে। সেটিংস অপশনে  অনান্য সুবিধা দেখা যায়।  সেটিংসে আছে “All social media” নামক ব্যবস্থা যেখান থেকে যেতে পােরবেন পুরো দুনিয়ার সকল সোশাল মিডিয়া জগতে। সেটিংসে আরো আছে “All world news” এবং “All shopping ” যা যথেকে আপনি যানতে পারবেন পুরো দুনিয়ার খবর এবং অনলাইনে কেনাকাটার জগত সর্ম্পকে।
.Duolingo
ভাষা শিখার জন্য এই অ্যাপসটিকে গুগল প্লে স্টোর থেকে ১০০ মিলিয়ন বা ১০ কোটিরও অধিকবার ডাউনলোড হয়েছে । আপনি যদি নতুন কোনো ভাষা শিখতে চান হবে Duolingo অ্যাপসটি বেশ সহায়ক হবে। ইংলিশ, স্প্যানিশ,  ম্যান্ডারিন,  জাপানিজ, ফ্রেঞ্চ সহ আরো অনেক ধরণের ভাষা শিখার সুবিধা বিনামূল্য।  ১৫-২০ মিনিট অ্যাপসটি ব্যাবহার করলে নতুন ভাষা শিখতে বেশ উপকার হবে।

.Podcast player
প্রতিদিনকার জীবনে অনেক সময় রাস্তার জ্যামে কাটাই। কোনো কাজ না করে জ্যামে  বসে থাকি। তবে এই অলস সময়টাকেও ভালভাবে পার করতে পারি। Podcast player ব্যবহারের মাধ্যমে সময়টাকে সঠিক উপায় কাজে লাগানো  যায়। Podcast player অডিও বুকের মতো,এখানে নানা ধরনের গল্প রেকর্ড করা থাকে। কিন্তু podcast player এ গল্পের পাশাপাশি বক্তৃতা,  রেডিও শো সহ আরোও নানা তথ্যবহুল রেকর্ডিং আছে। অফলাইনে সেভ করে পরবর্তীতে শোনার ব্যবস্থাও রয়েছে এখানে।

. Office suite
টায়পিং এর জন্য office suite অতুলনিয়। হুবুহু মাইক্রোসফটের কপি। মাইক্রোসফট অফিসে যা করা হয় তা মোটামুটি সব office suite -এ ব্যাবহার করে করা যায়। প্রেজেন্টেশন তৈরি,স্প্রেডশিট,ওয়ার্ড প্রসেসিং,পিডিফ তৈরি অনেক কাজ করা যায়।যদি ল্যাপটপ অথবা কম্পিউটার না থাকে হবে ভার্সিটি বা অফিসের প্রজেক্ট সাবমিট  করতে হয় তাহলে এই অ্যাপসটি বেশ সাহায্য করবে।

. CamScanner
পরীক্ষা..!!!, বন্ধুর নোট লাগবে। আপনার কাছে আছে কিন্ত বন্ধুর বাসা দূরে ..?।  এখনি জি- camscanner অ্যাপস টির মাধ্যোমে আপনার নোটস, ফাইল বা তথ্যর ছবি তুলে তার কাছে  পাঠিয়েদিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

ব্রেকিং-সরকারি চাকুরিতে বাড়ানো হলো বয়সসীমা-বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে বাড়ানো হলো সরকারি চাকুরির বয়সসীমা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরিতে বয়স বাড়ানো সিদ্ধান্ত চুরান্ত করা হয়েছ।