নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ এর যুক্তরাষ্টের একাউন্ট গুলোতে রয়েছে ৬০ লাখ ডলার। ইতিমধ্যে এই টাকা উত্তলনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। পাঠাও
তবে ফাহিম সালেহ আইনগত ভাবে কাউকে নমিনি করে যায়নি। তা না হলেও নিউইয়র্ক অঙ্গরাজ্য আইন অনুযায়ী, ফাহিম অবিবাহিত হওয়ায় এবং কোনো উইল না থাকায় তার সমুদয় অর্থের আইনগত উত্তরাধিকার হবে তার বাবা ও মা। আর তার চাইলে রাষ্টীয় আইন অনুযায়ী সেই টাকা উত্তলন করতে পারবেন।
পাঠাও
ফাহিমের বোন রিফায়েত সালেহ তার ভাইয়ের সম্পত্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে আবেদন করেছিলেন নিউইয়র্কের ম্যানহাটন সারোগেট আদালতে। আবেদনে পরিবারের পক্ষ থেকে উল্লেখ করা হয়,চূড়ান্ত সাফল্যের আগেই ফাহিমকে নিষ্ঠুরতার সঙ্গে স্তব্ধ করে দেয়া হয়েছে। ফাহিমের ব্যবসা ও তার স্বপ্ন টিকিয়ে রাখতে ইচ্ছুক বাবা, মা ও বোনেরা।
আবেদনের প্রেক্ষিতে ফাহিমের অর্থ থেকে ৪০ লাখ ডলার উত্তোলনের জন্য আবেদনকারীকে অনুমোদন প্রদান করেছেন বিচারক।