নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ম্যাচের প্রথম বলেই তামিমের আউট।..! ১ম বলেই উইকেটের বাহিরে এসে খেলতে এসে বলারের কাছে ব্যার্থ হয়ে আউট হয়ে ফিরে যায় বর্তমান সেরা ও টপে থাকা তামিম ইকবাল। সেই ব্যার্থতা আর কাটিয়ে উঠেতে পারেনি বাংলাদেশের কোন ব্যাট্সম্যান। ১ম ওভারেই শূন্য রানে ২ উইকেট..!
সাকিব ও লিটন দাসের ৩৪ রান করেন পরবর্তি জুটিতে। ৬ষ্ঠ ওভারে পর পর ২ বলে আউট হয় সাকিব ও লিটন। বাংলাদেশের পুজি তখন ৪ উইকেটে ৪৩ রান। মাহামুদউল্লাহ ও মুসফিকুর রহিমের ব্যাটে কিছুটা আশা জাগলেও ১৪৩ রানে বাংলাদেশের ইনিংস শেষ হয়। বাংলাদেশর হয়ে সর্বচ্চ ৩৫ রান করেন মাহামুদউল্লা।
জবাবে শুরুতেই বৃষ্টি আঘাত আনলে ক্যারিবিয়ানদের ১১ ওভারে ৯১ রানের টার্গেট পায় । ১ম ওভারে মুস্তাফিজুর রহমান ২ ক্যারিবিয়ান ব্যাট্সম্যানকে ফেরালেও শেষ রক্ষা হয়নি। ৯.১ ওভারেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে সেন্ট কিটসে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে।