প্রথম টি২০তে ৭ উইকেটে হারল বাংলাদেশ।

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ম্যাচের প্রথম বলেই তামিমের আউট।..! ১ম বলেই উইকেটের বাহিরে এসে খেলতে এসে বলারের কাছে ব্যার্থ হয়ে আউট হয়ে ফিরে যায় বর্তমান সেরা ও টপে থাকা তামিম ইকবাল। সেই ব্যার্থতা আর কাটিয়ে উঠেতে পারেনি বাংলাদেশের কোন ব্যাট্সম্যান। ১ম ওভারেই শূন্য রানে ২ উইকেট..!

সাকিব ও লিটন দাসের ৩৪ রান করেন পরবর্তি জুটিতে। ৬ষ্ঠ ওভারে পর পর ২ বলে আউট হয় সাকিব ও লিটন। বাংলাদেশের পুজি তখন ৪ উইকেটে ৪৩ রান। মাহামুদউল্লাহ ও মুসফিকুর রহিমের ব্যাটে কিছুটা আশা জাগলেও ১৪৩ রানে বাংলাদেশের ইনিংস শেষ হয়। বাংলাদেশর হয়ে সর্বচ্চ ৩৫ রান করেন মাহামুদউল্লা।

জবাবে শুরুতেই বৃষ্টি আঘাত আনলে ক্যারিবিয়ানদের ১১ ওভারে ৯১ রানের টার্গেট পায় । ১ম ওভারে মুস্তাফিজুর রহমান ২ ক্যারিবিয়ান ব্যাট্সম্যানকে ফেরালেও শেষ রক্ষা হয়নি। ৯.১ ওভারেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে সেন্ট কিটসে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নারায়ণগঞ্জে প্রথম ১৪ দিনের চেয়ে দ্বিতীয় ধাপের ১৪ দিনের করোনা পরিস্থিতি হচ্ছে আরও ভয়ংকর

গত ৩০ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত নারায়ণগঞ্জে প্রথম ১৪ দিনের করোনা আতঙ্কের চেয়ে গত ১৪ এপ্রিল থেকে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ১৪ দিনে করোনায়