সেলিম ওসমান-

প্রয়োজনে আমি আ.লীগের দায়িত্ব আমি নিবোঃ-সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ এ কে এম সেলিম ওসমান বলেছেন, প্রয়োজনে আমি  নারায়ণগঞ্জ আ.লীগের দায়িত্ব নিব। অর্ধেয্য হবেন না, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ছারা কিছুই থাকবেনা।

৫ নভেম্বর সোমবার গোগনগর এলাকায়  সৈয়দপুর বঙ্গবদ্ধু উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত ভবন উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তোব্যতে তিনি এসব কথা বলেন।

সেলিম ওসমান বলেন, আমার রক্তের সাথে আওয়ামী লীগ মিশে আছে । আমার দাদা খান সাহেব ওসামান আলী

অাওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, আমর বাবা এ কে এম সামসুজ্জোহা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য।

তিনি আরো বলেন,আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক,আমি একজন মুক্তিযোদ্ধা।বঙ্গবদ্ধুর আদর্শে রাজনীতি করি।

আওয়ামী লীগ লোকদের ভরসা হারানো র কিছু নাই। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে।

এ সময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন, সৈয়দপুর বঙ্গবদ্ধু উচ্চ বিদ্যালয়ের সভাপতি জিসিমউদ্দি আহম্মেন, সেলিম

ওসমানের সহোর্ধমিনী সেলিনা নাছরিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

এ কে এম সেলিম ওসমান

নারী প্রতিনিধিদের নিকট ১৫ হাজার পরিবারের জন্য চাল ও ডাল দিলেন সেলিম ওসমান দম্পতি

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জ-৫ আসনের আওতাধীন ৭ টি ইউনিয়নের ও উপজেলার নারী জন প্রতিনিধিদের মাধ্যমে বিতরনের জন্য ৩ লাখ কেজি চাল ও ৩০ হাজার কেজি ডাল হস্তান্তর করেছেন