নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ফতুল্লায় ডিবির সাথে বন্দুকযুদ্ধে ১৪ মাদক মামলার আসামী বিপ্লব (৩১) নিহত হয়েছে।
নিহত বিপ্লব চাঁনমারি এলাকার সুলতান মিয়ার ছেলে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংরোডের চাঁনমারি এলাকায় মাইক্রোবাস স্ট্যান্ডের পাশে এ ‘বন্দুকযুদ্ধে ‘র ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওসমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল সহ আরো দুই কনস্টেবল।
ডিবির এসআই কামরুল ইসলাম গনমাধ্যেমকে জানায়, নিহত বিপ্লব একজন বড় মাদক কারবারী । শুধুমাত্র ফতুল্লা থানায় তার বিরুদ্ধে ১৪ টি মাদক মামলা রয়েছে। গত রাত আড়াইটার দিকে তার অবস্থান টের পেয়ে তাকে গ্রেফতার করার জন্য চাঁনমারি এলাকার মাইক্রোবাস স্ট্যান্ডের দিকে অভিযানে গেলে কয়েকজন সন্ত্রাসী ডিবি পুলিশকে লক্ষ করে গুলি ছুরতে থাকে। পরে ডিবি পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুরলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর বিপ্লবের মরদেহ পরে থাকতে দেখে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান বন্দুক উন্ধার করা হয়েছে।