নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় করোনায় আক্রান্ত হয়ে আবু সাইদ (৫৫) নামের আরও এক জনের মৃত্যু হয়েছে।
৪ এপ্রিল শনিবার ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আবু সাইদ। নিহত আবু সাইদ নারায়ণগঞ্জ সদর উপজেলার সুচিন্তা নগর এলাকার বাসিন্দা।
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় তার লাশ এলাকায় আনতে দেওয়া হয়নি।
নিহত ব্যক্তির লাশ আইইডিসিআরের লোকজনের মাধ্যমে ঢাকার খিলগাওয়ে দাফন করা হয়েছে বলে জানায় তার নিকটাত্মীয়রা।
জানা যায়, দুই দিন যাবৎ জ্বর কাশিতে ভোগার পর তার স্বনরা প্রথমে তাকে ঢাকার মিডফোর্ট হাসপাতালে নিয়ে যায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে পাঠানো হয় কুর্মিটোলা হাসপাতালে সেখানে ৪ এপ্রিল শনিবার তার মৃত্যু হয়।
এ নিয়ে নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ২ জন।
আরো পড়ুন-