নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ফতুল্লায় জেনারেটর ব্যবসার বিরোধীতার জেরে মাহবুবুল হক বাবলু (৫০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৭ অক্টোবর ভোর রাতে ফতুল্লা উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী মাহবুবুল হক হাজীগঞ্জ এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। সে হাজীগঞ্জ বাজারের টিভি-ফ্রিজ মেরামতের দোকানের পাশাপশি জেনারেটরের সাহায্য বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিদ্যুত সরবরাহ করতো। নিহত বাবুলের পরিবারের দাবী জেনারেটর ব্যবসার জেরে তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, নিহতের লাস উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় ইতিমধ্যে রাকিব নামে একজনকে আটক করেছে পুলিশ।