ফতুল্লায় দাওয়াত খাইয়ে বাড়িওয়ালার পরিবারকে অচেতন করে লুট

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ ফতুল্লায় বাড়ির মালিক সহ তার পরিবারের নয় সদস্যের সবাইকে অচেতন করে এক ভাড়াটিয়া মালপত্র লুট করে নিয়ে গেছে। ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, সদর উপজেলার পাগলা দেলপাড়া এলাকায় একতা হাউজিং সোসাইটির আলী আহাম্মেদের বাসায় এ ঘটনা ঘটে। অচেতন নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাড়িটির চারতালার ভাড়াটিয়া গত মঙ্গলবার রাতে আলী আহাম্মদের পরিবারকে দাওয়াত দেন। পরিবারের নয় সদস্য দাওয়াত খেয়ে নিজেদের দোতালার ফ্ল্যাটে ফিরে অচেতন হয়ে পড়েন। পরে তাদের মালপত্র লুট করে ভাড়াটিয়া পালিয়ে যান। পুলিশ ভাড়াটিয়ার নাম বলতে পারেনি। চারতালায় কয়জন ভাড়াটিয়া থাকত তাও জানাতে পারেনি পুলিশ। তবে ভাড়াটিয়াকে খোঁজা হচ্ছে বলে জানান ওসি মঞ্জুর কাদের। অচেতন সদস্যরা হলেন – আলী আহাম্মদ (৭০), তার স্ত্রী আমিরুন নেছা (৬০), মেয়ে জোহরা বেগম (৪০), পুত্রবধূ কামরুন নাহার (৩০), নাতি-নাতনী আলী হোসেন (৯), নূর জান্নাত (৯), সালমা (২১), হাবিবা (১৯) ও সুমাইয়া (৬)। আমিরুন নেছার ভাতিজি পাশের বাড়ির এক ভাড়াটিয়া রোখসানা জানান, তিনি পাশের বাড়িতে থাকেন। সকালে এসে ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পাই। ঘরের সব মালপত্র এলোমেলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। বাসার সবাই বিভিন্ন রুমে অচেতন। কেউ কেউ বমি করেছে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাদের হাসপাতালে পাঠান বলে তিনি জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে ওসি মঞ্জুর কাদের বলেন, পরিবারের লোকজনকে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে মালপত্র লুট করে নিয়ে গেছে ভাড়াটিয়া। ভাড়াটিয়া পলাতক রয়েছে। ঘটনাটি ডাকাতি নয়। চুরি হয়েছে। প্রয়োজনীয় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ইনফিনিটি

নারায়ণগঞ্জ ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বাণী ২৪.কম: নারায়ণগঞ্জে ইনফিনিটি ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ শনিবার নারায়ণগঞ্জ চাষাড়া