ধর্ষণ

ফতুল্লায় বিয়ের প্রলোভনে দৈহিক সম্পর্ক, প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকার থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ফতুল্লার মাসদাই এলাকায় কলেজ ছত্রীকৈ বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সর্ম্পক করার অভিযোগ উঠেছে আকাশ মাল নামের এক বখাটে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজ ছাত্রী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছে লম্পট আকাশের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানাধীন মাসদাইর তালা ফ্যাক্টরী এলাকায় ভাড়া থাকেন আবুল হোেসেন। তার মেয়ে সুমা (ছদ্মনাম) এইচ এস সি পাশ করেছে। সে আকাশ মালের সাথে ভালবাসার সম্পর্ক গড়ে তুলে। আকাশ মাল বক্তাবলী ইউনিয়নের মধ্য নগর এলাকার মো. আবুল কালাম মালের ছেলে ।

বিয়ের প্রলোভন দিয়ে আকাশ মাল সুমা (ছদ্মনাম) কে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে বিয়ের প্রলোভন দিয়ে বেশ কয়েক বার দৈহিক মেলামেশা ঘটে। এক পর্যায় তাদের অবৈধ মেলামেশায় কলেজ ছাত্রী গর্ভপাত ঘটে। তার এই গর্ভপাতের বাচ্চা নষ্ট করার জন্য চেষ্টা করে। পরে তার চেষ্টা সফল হয়। সে বিভিন্ন ভাবে নানা কৌশল নিয়ে সন্তান নষ্ট করে ফেলে। গত ৬ সেপ্টেম্বর কলেজ ছাত্রী বিকেলে আকাশ মাল কে বিয়ের কথা বললে সে বিয়ে না করার সিদ্ধান্ত জানায় এমনকি বিয়ে নিয়ে বা এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে তাকে মেরে ফেলার হুমকী দায়।  দৈহিক সম্পর্ক দৈহিক সম্পর্ক

একপর্যায় কলেজ ছাত্রী ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ঐ লম্পট আকাশের বিরুদ্ধে।  এ ব্যাপারে ফতুল্লা থানার এই অভিযোগের তদন্তকারী অফিসার এস.আই আবুল কাশেমের জানান, মেয়েটির বাসায় নারায়ণগঞ্জ সদর থানায় ঘটনাস্থলও সদর মডেল থানায় সুতরাং মামলা হলে সদর থানায় হবে। আমাদের এখানে নয়।

এ ব্যাপারে ফতুল্লা থানা মডেল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন জানান, ভিকটীমের সাথে কথা বলেছি তার কাছে জানতে পেরেছি তার মেলামেশা হয়েছে সিলেট সুতরাং মামলা হলে সিলেট হবে । আবার বাচ্চা নষ্ট করছে খানপুর সুতরাং মামলা হলে সদর থানায় হবে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করে ওয়ারেন্ট নিয়ে আসলে আমি তাকে আসামী গ্রেপ্তারের জন্য সহায়তা করবো। এ অভিযোগের আসামী আকাশের মন্তব্য জানতে চাইলে তার মোবাইল ফোন ০১৭১৭——২৭ নম্বরে কথা বললে সে রিসিভ করে কথা না বলে কেটে দেয়। পরে মোবাইল বন্ধ করে রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*