ভ্রম্যমান আদালতের জরিমান

ফতুল্লায় মাস্ক না পড়ায় ৮ জনকে ভ্রম্যমান আদালতের জরিমান

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ফতুুল্লায় মাস্ক না পরে চলাফেরা করায় ৮ জনকে আর্থিক জরিমান করেছে ম্যমাণ আদালত। ২০ জুন শনিবার ফতুল্লার সিবু মার্কেট এলাকায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ জরিমান করা হয়। অভিযানে ৮ ব্যাক্তিকে মোট ১০ হাজার ৫ শত টাকা জরিমানা করে  ভ্রাম্যমাণ আদালত।



ইউএনও নাহিদা বারিক জানান, করোনা সংক্রমণ রোধে বাহিরে চলা ফেরায় জনগনকে মাস্ক পরিধান করার নির্দেশনা দেওয়া হয়েছে । কিন্তু আমরা দেখতে পাচ্ছি পথচারিরা সেই আদেশ অমান্য করে মাস্ক পরিধান না করে চলাফেরা করছে।  জনগনের মাঝে সচেতনতার অভাব রয়েছে,মাস্ক ব্যবহার না করে তাদের পকেটে রেখে দেয়। আইনশৃঙখলা বাহিনী দেখলেই পকেট থেকে মাস্ক বের করে পরিধান করে।


নাহিদা বারি আরও বলেন, আমাদের ভয়ে নয়, নিজেকে এবং নিজের পরিবারকে করোনা সংক্রমন থেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন। করোনা থেকে কেবলমাত্র সচেতনতাই পারে সকলকে রক্ষা করতে। নিজে বাঁচুন, দেশকে বাঁচান।

আজকের আরও খবর পড়ুন...

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মাশরাফি বিন মর্তুজা

করোনায় আক্রান্ত মাশরাফি বিন মরতুজা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ মহামারী করোনা ভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন মাসরাফি বিন মরতুজা।  গত তিন দিন ধরে জ্বর ও গায়ে ব্যথা ছিল মাশরাফি। এছাড়া আর কোন উপসর্গ ছিলনা তার।