রোহান অর্পনঃ- ফিফা তারকা ফুটবলাদের গয়ে লিখা থাকবে ‘‘মেইড ইন বাংলাদেশ” ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ এ যেন স্বপ্নের নাম । আদৌ এ স্বপ্ন পূরণ হবে কিনা তাতে বেশ সন্দেহ আছে । স্বপ্ন পূরণ হোক আর না হোক ফুটবল যেন বাংলাদেশের সাথে ওতপ্রোত ভাবে জরিত । তবে এবারের বিশ্বকাপে না থেকেও থাকছে যেন বাংলাদেশ ।
মার্কিন সংবাদ মাধ্যমে জানা যায়,ইংল্যান্ডের জার্সি এবার সবচেয়ে বেশী ব্যয়বহুল । তৈরি হয়েছে এদেশের সাভারের কোনো এক কারখানায় ।
শুধু ফুটবল টিম গুলোকে সাপোর্ট করেই নয়,বরং বিশ্ব মাতানো খেলোয়াড়রা যে জার্সি পড়ে মাঠে নামবে সেখানে একটু হলেও ছোঁয়া থাকবে এই লাল সবুজের দেশের | হ্যাঁ, আন্তর্জাতিক ব্রান্ড ‘‘নাইকি” স্পন্সরে যেসব টিম গুলো থাকছে সেসব টিমের জার্সির গায়ে লেখা থাকবে “মেইড ইন বাংলাদেশ”। মার্কিন সংবাদ মাধ্যমে জানা যায়,ইংল্যান্ডের জার্সি এবার সবচেয়ে বেশী ব্যয়বহুল । তৈরি হয়েছে এদেশের সাভারের কোনো এক কারখানায় । তবে এই জার্সি বাংলাদেশী শ্রমিক রা তৈরি করলেও তারা পাচ্ছেন না ন্যায্য মজুরী । সপ্তাহে ৬০ ঘন্টা কাজ করার পরেও দৈনক মজুরী পাচ্ছে ১৬৪ টাকা । যেখানে নাইকি এক একটা জার্সি বিক্রি করছে ১৫৬০০ টাকা । বিশ্বকাপে থেকেও বাংলাদেশের নাম আছে কিন্তু দাম নেই ।