ফেসবুক

ফেসবুক অাইডি হ্যাক হয়েছে কিনা তা কিভাবে বুঝেবেন..?

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বিশ্বের সব দেশেই একটি সোস্যাল মিডিয়ার প্রকোটতা রয়েছে। আর সব বয়সের মানুষ ব্যবহার করছে এই সোস্যাল মিডিয়া। দিন দিন ব্যবহার কারী বাড়ছে, তার সাথে বাড়ছে হ্যাকারের প্রকোটতা।

হ্যা…..! আপনার ফেসবুক আইডির কথা বলছি। আপনি কি জানেন,আপনার সাজানো-ঘোছানো আইডিটি

অন্য কারো হাতে রয়েছে। হ্যাক করা হয়েছে আপনার  আইডিটি। তবে আপনার আইডি হ্যাকার একে বারে না

নিয়ে গেলেও আপনার সকল তথ্য সংগ্রত করছে। আপনার আইডি হ্যাক করা হয়েছে কিনা বা আপনার অজান্তে কেউ ব্যবহার করছে তা আপনি জানার জন্য আপনার ফেসবুক আইডির সেটিংসে অপশনে  যান। তারপর ‘সিকিউরিটি ও লগইন’ ট্যাবে গিয়ে লগইন ডিভাইস চেক করুন। এখানে আপনার আইডি কোন ডিভাইসে লগইন করা হয়েছে,কোন স্খান থেকে করা হয়েছে এবং কখন করা হয়েছ তা দেখতে পারবেন। খুব সহজেই আপনি সেই ডিভাইস থেকে লগ আউড করে নিয়ে আপনার বর্তমান পাসওর্য়াড পরিবর্তন করে নিন।

 আপনার ফেসবুক আইডির সুক্ষার জন্য নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন। ফেসবুক আইডির মেসেজ,নোটিফিকেশন চেক করুন।

 

আরো পড়ুন-

১লা মার্চ থেকে পর্যটকদের সেন্টমার্টিন দ্বীপ রাতযাপন নিষেধ

আদর্শ ছেলে -বাংলা কবিতা-

ত্রিভুবনের প্রিয় মোহাম্মাদ-কাজী নজরুল ইসলাম

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

হাইকোর্ট

জাতির সঙ্গে মশকরা করবেন না-হাইকোর্ট

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ডিবি কার্যলয়ে যাকেই ধরে নেন (ডিবি অফিস) তাকেই খাবার টেবিলে বসিয়ে দেন। এগুলো কেন করতে গেলেন জাতির সঙ্গে মশকরা করবেন না”।