জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন

বঙ্গবন্ধর জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ১ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ১ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জের জেলা মোঃ প্রশাসক জসিম উদ্দিন।

১৬ জুলাই বৃহস্পতিবার নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে বৃক্ষ রোপনের মাধ্যেমে এ কর্মসূচির ‍উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।



এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান, জেলা প্রশাসক ভবনের সামনে বৃক্ষরোপন করা হয়। নারায়ণগঞ্জ জেলা  পুলিশ সুপার মো. জায়েদুল আলম সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন এসময় উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে বন বিভাগ থেকে জেলার ৫ টি উপজেলায় ২০৩২৫ টি করে বনজ, ওষধি, ফলজ বৃক্ষের চারা বিতরন করা কর হবে ও প্রতটি উপজেলায় প্রদানকৃত বৃক্ষ রোপন করা হবে।


জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন সবার প্রতি আহবান জানিয়ে বলেন, আসুন, আমরাও প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই। আপনি, আমি থাকবো না, থাকবে পরিবেশ; আর এই গাছ-ই আমাদের পরিবেশকে রক্ষা করবে।

আরও পড়ুন..

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদ সোনারগাঁ উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।