বঙ্গবন্ধুর জন্ম শতবাষিকী উপলক্ষে স্টার পার্ক ফ্রেন্ড সার্কেলের উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবাষিকী উপলক্ষে স্টার পার্ক ফ্রেন্ড সার্কেলের উদ্যোগে রৌপ কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রধান অতিথি ফাইনাল ম্যাচ বিজয়ী সাজিব-সায়েম এর হাতে পুরস্কার তুলে দেন।

গতকাল শুক্রবার(২৪ জানুয়ারি)রাত ১১টায় পূর্ব ইসদাইরে আয়োজিত হয় এই রৌপ কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতাটি। রৌপ কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি পূর্ব ইসদাইর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোশারাফ উদ্দিন আহাম্মেদ(মাসুম) বলেন,মাদক থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার কোন তুলনা নেই।খেলাধুলার মাধ্যমে যুবকদের মাদক থেকে দূরে রাখা যায়।

বর্তমান বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে মাদক।আমি সাধুবাদ জানাই স্টার পার্ক ফ্রেন্ড সার্কেলকে।তারা মুজিব শতবর্ষ উপলক্ষ্যে যুবকদের জন্য রৌপ কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করেছে।আগে আমাদের সময় শিশু ও উঠতি যুবকদের নিয়ে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করা হতো এর ফলে আমাদের সময় মাদক মুক্ত সমাজ ছিলো।কিন্তু এখন যে হারে মাদকে আসক্ত হচ্ছে ছেলেরা এর ফলে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে।কিন্তু মুজিব শতবর্ষ উপলক্ষ্যে এই তরুন যুবকরা খুব ভালো একটি কাজ করেছে প্রতিযোগিতার আয়োজন করে।

পূর্ব ইসদাইর পঞ্চায়েত কমিটি কার্যকরী কমিটির সভাপতি মোঃআবুল বাসার এর সভাপতিত্বে ওপূর্ব ইসদাইর যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি সাইফুল খাঁন জিবু এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব ইসদাইর পঞ্চত কমিটির সভাপতি আব্দুল মান্নান,সদস্য ও সমাজ সেবক সিরাজুল ইসলাম,শাপলা সংসদ সভাপতি আবদুল কাদের শিকদার,পূর্ব ইসদাইর শাহী জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক আব্দুল বাসেত রতন,পূর্ব ইসদাইর যুব সংঘের সভাপতি মোঃমনিরুজ্জামান,সাধারণ সম্পাদক ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ ফতুল্লা ইউনিয়ন ফারুক হোসেন শিমুল। অনুষ্টানের ব্যবস্থাপনায় পূর্ব ইসদাইর যুব সংঘ সিনিয়র যুগ্ন সম্পাদক এহসানুল হাসান শাহীন এবং সৌজন্যে সাব্বির. সাজ্জাদ. সোহান. ফয়সাল.মিরাজ. মুন.জয়.মানিক ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*