নবজাতকের মৃত্যু

বন্দরে অস্ত্রপাচারের সময় নবজাতকের মৃত্যু,মায়ের অবস্থা আশঙ্কাজনক

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বন্দরে অস্ত্রপাচারের সময় এক নবজাতকের মৃত্যু হয়েছে । অস্ত্রপাচারের পর অতিরিক্ত ক্ষরণে প্রসূতি মায়ের অবস্থা অশঙ্কাজনক।

২৯ জুন শনিবার দিবাগত রাতে বন্দর বাজার এলাকায় সূর্যের হাসি ক্লিনিকে এ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। নিহত নবজাতকের পিতার নাম রুবেল শেখ,সে কুশিয়ারা গ্রামের বাসিন্দা। চিকিৎসকের অবহেলা ও ক্লিনিকের অব্যবস্থাপনায় নবজাতকের মৃত্যু হয় বলে নবজাতকের নানী মমতাজ বেগম অভিযোগ করেন।
গতকাল রবিবার সকালে এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

মমতাজ বেগম জানান, মেয়ে তাসলিমা আক্তারের প্রসব বেদনা শুরু হলে শনিবার রাতে বন্দর বাজার এলাকায় অবস্থিত সূর্যের হাসি ক্লিনিকে ভর্তি করেন। ভর্তির পর ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক জরুরী ভিত্তিতে মেয়েকে অস্ত্রপাচার (সিজার) করেন। অস্ত্রপাচারের পর পরই ভূমিষ্ট নবজাতকের মৃত্যু ঘটে। ডাক্তার,কর্তপক্ষের অবহেলা ও ক্লিনিকের অব্যস্থাপনার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রসূতী মা তাছলিমা আক্তার ।

সূর্যের হাসি ক্লিনিকের কাউন্সিলর চিকিৎসক সীখা জানান, সাধারণত ৩৭ সপ্তাহের নিয়ম থাকলেও রোগীর অনুরোধে ৩৫ সপ্তাহে অপরারেশন করতে বাধ্য হই। অপারেশনের পর নবজাতকের ওজন কম হওয়ায় এবং অবস্থার অবনতি ঘটলে তাকে মাতৃশিশু ইনষ্টিটিউট মাওতুয়াইলে পাঠিয়ে দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নবজাতকের মৃত্যুর ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*