বন্দরে ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাতক-২

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ বন্দর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩’শ ২৯ পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ২ মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়। বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে বন্দর থানার পৃথক ৪টি স্থান থেকে এদেরকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৪টি মামলা রুজু করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই আমিরুল ইসলাম সহ সঙ্গীয় র্ফোস বুধবার রাতে লাঙ্গলবন্ধ স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চিড়াইপাড়া এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আব্দুল রশিদ (৩৯)কে গ্রেপ্তার করেছে। একই রাতে বন্দর ফাঁড়ীর উপ-পরিদর্শক অজয় কুমার পাল সহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে একরামপুর ইস্পাহানী এলাকার চিহিৃত মাদক স¤্রাট হবির বাড়ীতে অভিযান চালিয়ে ১’শ পিছ ইয়াবা ট্যাবলেট সহ বন্দর উইলসন রোড এলাকার নুরুল হক মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী আকাশ (২৫) ও বন্দর ইটালী বিল্ডিং সংলগ্ন বাচ্চু মিয়ার বাড়ী ভাড়াটিয়া মৃত রকমত ভূইয়া ছেলে জুয়েল ভূইয়া (২৬)কে গ্রেপ্তার করে। একই সময়ে বন্দর থানার উপ-পরিদর্শক হামিদুর রহমানসহ সঙ্গীয় র্ফোস সোনাচরা এলাকায় অভিযান চালিয়ে একই এলাকার আরমান মিয়ার স্ত্রী ইয়াবা ব্যবসায়ী আখী আক্তার (২২)কে গ্রেপ্তার করে। এদিকে বৃহস্পতিবার দুপুরে বন্দর থানার এএসআই ইলিয়াছ খানসহ সঙ্গীয় র্ফোস সোনাকান্দা হাট সংলগ্ন সোলমান লেংটার আস্তানার সামনে অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ সোনাকান্দা এলাকার রহমত উল্ল্যাহ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী ইমরান (২০) ও হাজীপুর এলাকার রতন মিয়ার ছেলে অপর ইয়াবা ব্যবসায়ী মুন্না (১৫)কে গ্রেপ্তার করে। এবং তাদের সাথে থাকা সোনাকান্দা বড় মসজিদ এলাকার দেলোয়ার হোসেন মিয়ার ছেলে সারোয়ার ও একই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে জনি কৌশলে পালিয়ে যায়। ধৃত ৬ মাদক ব্যবসায়ীর মধ্যে ৪ জনকে পৃথক ৩টি মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হলেও অপর ধৃত ২ মাদক ব্যবসায়ী ইমরান ও মুন্না থানা হাজতে আটক আছে বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ব্রেকিং নিউজ

ব্রেকিং-সরকারি চাকুরিতে বাড়ানো হলো বয়সসীমা-বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ অবশেষে বাড়ানো হলো সরকারি চাকুরির বয়সসীমা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরিতে বয়স বাড়ানো সিদ্ধান্ত চুরান্ত করা হয়েছ।