বন্দরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার।

নারায়ণগঞ্জ বাণী নিউজঃ বন্দরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে একরামপুর এলাকার নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম ঝর্ণা বেগম(৪৫)। সে একরামপুর এলাকার লিটন মাঝির স্ত্রী। স্বামীর অভাব অনটনের সংসার ও পারিবারিক কলহের জের ধরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসি দিয়ে আত্নহত্যা করে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

এলাকাবাসী জনান, বন্দর ৫ নং খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে নৌকা পারাপারের(মাঝি) কাজ করেন। গতকাল শুক্রবার দুপুর ১ টার দিকে লিটন দুপুরের খাবার খেতে বাড়িতে আসেন লিটন। ঘরে ঢুকে দেখেন তার স্ত্রীর লাশ ঝুলছে। এসময় ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদ সোনারগাঁ উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।