নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বলেন, আমি কোনো দলের সেলিম ওসমান নই , দল যার যার সেলিম ওসমান সবার ।
আমি বন্দরের মানুষের সেলিম ওসমান। আমি যদি বিজয়ী হতে নাও পারি, যে জয়ী হবে তার পাশে থেকে বন্দরবাসির উন্নয়নে কাজ করে যাব।
আগামী দুই বছরের মধ্যে বন্দরের প্রত্যেক নারী হবেন একটি বাড়ী ও একটি খামারের মালিক। একই সাথে ঘর সামলাবে, ছেলেমেয়ে শিক্ষিত করবে এবং ব্যাবসা করবেন।
নির্বাচনের পর আমার প্রথম টার্গেট হবে বন্দরে জাতীয় পার্টির আগে আওয়ামীলীগের কার্যালয় নির্মান। কথা দিচ্ছি বাংলাদেশের শ্রেষ্ঠ আওয়ামীলীগ অফিস হবে বন্দরে।
আমি মাছ ওয়ালা সেলিম আমি মুরগীওয়ালা সেলিম, আমি কৃষক সেলিম ওসমান আমি সবার দুঃখই বুঝতে পারি। সংসদ সদস্য না হলেও বন্দরের মানুষের থেকে মুখ ফিরিয়ে নেবো।
তিনি আরো বলেন,আমি আমার আপা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নির্বাচনে অংশগ্রহন করেছি। আমি আওয়ামী লীগ ছাড়া কিছু বুজিনা।
বুধবার বিকালে ধামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহম্মেদের উদ্যোগে মালিবাগ এলাকায় অবস্থিত ক্যাসল ফুডচাইনিজ রেস্টুরেন্টে নির্বাচনী সভা দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বন্দর থানা আওয়ামী লীগের নেতা-কর্মী সহ জাপার সকল অনেক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।