নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জের বন্দরে বিদ্যূ পৃষ্ঠ হয়ে রিয়াজুল ইসলাম শান্ত (২২) নামের এক অটোবইক চালক নিহত হয়েছে । পরিকল্পিত ভাবে বিদ্যূতের সর্ট লাগিয়ে হত্যা করা হয়েছে বলে দাবী করছে নিহতের স্বজনরা। তবে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো গয়েছে রিপোর্ট পেলে বলা যাবে পরিকল্পিত না স্বাভাবিক হত্যাকান্ড।
নিহত শান্ত’র পিতা জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে রিয়াজুল ইসলাম শান্তকে প্রতিবেশী মুতি মাদবরের ছেলে রফিকুল
ইসলাম, রোমান, রাজু, ইসমাইল ও আরিফ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত ২টার দিকে জানতে পারি শান্ত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাসপাতালে
মারা গেছে। কামতাল তদন্ত কেন্দ্রের এসআই প্রদ্যুৎ সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরহতাল তৈরী করে ময়নাতদন্তের
জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা না স্বাভাবিক মৃত্যু এখন স্পষ্ট কিছুই বলা সম্ভব না। তবে পুকুর
সেচতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছিল।
বন্দর থানার অফিসার্স ইনচার্জ(ওসি) কে এম শাহিন মন্ডল জানান, বিদ্যূৎ পৃষ্ঠ হয়ে শান্তর মূত্যূ হয়েছে, কোন প্রকার অবহেলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে তাছাড়া কোন পক্ষের অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা করা হবে।
আজকের আরো খবর পড়ুন নিচের লংকেঃ
ককটেল সহ সোনারগাঁয়ে বিএনপির তিন নেতা-কর্মী আটক
রমজানের অই রোযার শেষে –কাজী নজরুল ইসলাম