বন্দর বাসীর ঈদ উপহার – নবিগঞ্জ ফেরিঘাট উদ্বোধন

রেদোয়ান ইসলাম সুস্মিতঃ শীতলক্ষ্যা নদীর হাজিগঞ্জ-নবিগঞ্জ খেয়াঘাটে ” ফেরি ” উদ্বোধন করলেন সড়ক ও যোগাযোগ পরিবহন। নারায়নগঞ্জ এর বন্দর বাসীর কাছে শীতলক্ষ্যা সেতু যেন স্বপ্নই রয়ে গেলো।

কিন্তু নারায়ণগঞ্জ-০৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান সেই স্বপ্ন কে কিছু টা হলেও গুছিয়ে বাস্তবে রুপান্তর করতে চান।                                                                                                                                           তবে আপাতত বন্দরবাসীর জন্য ১৪ ই জুন বৃহসস্পতিবার দুপুর ১২ টায় হাজিগঞ্জ-নবিগঞ্জ খেয়াঘাটে দুইটি ” ফেরি ” উপহার দিলেন পারাপার এর জন্য,  শুধু তাই নয় এই ফেরি ঈদ পর্যন্ত ফ্রি তে যাত্রি পারাপার করবে।                           এই ফেরির সমস্ত ব্যায়ভার বহন করবেন সেলিম ওসমান।
জানা যায় আগামী ০৭ জুলাই এর মধ্যে ৫নং খেয়াঘাটে আরো দুইটি ফেরি উদ্বোধন করা হবে।    

সেলিম ওসমান বলেন ফেরি ব্যাবস্থা করা বন্দর বাসীর জন্য দীর্ঘ দিনের আশা ছিলো। এখন দুইটি ফেরি উদ্বোধন করা হয়েছে।    ঈদের পর পর ই আরো দুইটি সেতু উদ্বোধন করা হবে। সব মিলিয়ে ০৪ টি ফেরি সব সময় চলাচল করবে।   অনেক কাজ এখনো বাকী রয়েছে। আশা করি এক মাসের মধ্যে সকল কাজ সম্পন্ন হয়ে যাবে। সড়ক ও জনপথের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেন,  যেহেতু ব্রিজ করা দ্রুত সম্ভব হচ্ছিলো না, তাই আপাতত ফেরি ব্যাবস্থা করা হয়েছে।  ঈদের আগে এটিই বড় উপহার, আগামী তে আরো সেতু করা হবে। এই ফেরির মাধ্যমে ছাত্রছাত্রী দের ও পারাপারে সুবিধা হবে, 

বিভিন্ন সময় দুর্যোগ এর কারনে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে অসুবিধায় পড়তে হয়।

এখন সেই সমস্যা থেকে কিছু টা হলেও রেহাই পাওয়া সম্ভব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নারায়ণগঞ্জ

বুধবার-জেলায় করোনায় মৃত্যু ৩ জনের-গত ২৪ ঘন্টার আপডেট জানতে ক্লিক করুন

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে কেরানা আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়া ৩ জনেই করোনা আক্রান্ত হওয়ার পর থেকে নারায়ণগঞ্জ ৩’শ শয্যা