নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টর রায় ঘোষানা করেছে হাইকোর্ট।
১৭ ফেব্রুয়ারি বুধবার এ রায় ঘোষণা করা হয়। এর আগে আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গোপালগঞ্জের কোটালী পাড়ায় ২০০০ সালে বোমা পুঁতে রেখে হত্যাচেষ্টা মামলায় নিন্ম আদালত ১০ জনকে মৃত্যুদণ্ড, ১ জনকে যাবজ্জীবন সহ আরও কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিল আদালত।
এরপর আসামী পক্ষ নিন্ম আদালতের রায়ের বিরুদ্ধেহাইকোর্ট-এ আপিল করে। তাদের আপিলের ভিত্তিতে আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) নিন্ম আদালতের রায় মোতাবেগ ১০ জনকে মৃত্যুদণ্ড, ১ জনকে যাবজ্জীবন ও ৩ জনকে ১৪ বছর সাজা বহাল রেখেছে।