নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বাংলাদেশের জন্য গুগল ম্যাপে(google Map) ৩ টি নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এতে ব্যবহার কারীদের কাছে আরো সহজ ও সহায়িক হয়ে উঠবে গুগল ম্যাপ।
মটর সাইকেল চালকদের জন্য আনা হয়েছে নতুন ডেডিকেটেড নেভিগেশন মোড, খুব সহজেই পেয়ে যাবে গন্তব্যস্থল, দূরত্ব ও সহজে দ্রুত পৌঁছার নির্দেশনা। ০.৫ কি.মি রাস্তা থেকে সরে গেয়ে আটোমেটিক ভাবে বেজে উঠবে মোবাইলের রিংটোন এবং বাংলায় জানিয়ে দেওয়া হবে পার্শ্ববর্তী সকল প্রধান রাস্তাগুলোর বর্ননা। সাথে বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে চালু করা হল সিকিউরিটি সুবিধা ”স্টে সেফার”।