নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ইতি মধ্যে বংলাদেশের মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। ঘূর্ণি ঝড় বুলবুলের প্রভাবে সারা দেশে বৃষ্টি ও ভারি বর্ষন চলছে।
একই সাথে উপকুলিয় এলাকায় ও ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে ঝড়ো হাওয়ার আকারে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
শনিবার সন্ধা থেকে মধ্যেরাতে ঘূর্ণিঝড় বুলবুল লাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবাহাওয়া অধিদপ্তর।
খুলনা, সাতক্ষীরা, বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলা জেলার অঞ্চলগুলোতে আঘান হানবে ঘূর্ণিঝড় বুলবুল।
like ‘and’, ‘but’, ‘so’ and ‘because