পঙ্গপালের দল

বাংলাদেশ ও ভারতের দিকে ধেঁয়ে আসছে পঙ্গপালের দল

নারায়ণগঞ্জ বাণী২৪ঃ ভারত-বাংলাদেশের দিকে ধেয়ে আসছে কৃষি ফসল ঘাতকের দল পঙ্গপাল। এক দিকে করোনার ভয়াবহ আক্রমন অন্য দিকে আসছে পঙ্গপালের দল। যারা একসাথে লাখের চেয়েও বেশি দল বেধে চলে। মুহুর্তেই খেয়ে ধ্বংস করে দেয় শত শত বিঘা জমির ফসল। পঙ্গপালের আশঙ্কা ইতিপুর্বেও করা হয়েছিল দেশের কৃষি অধিদপ্তর থেকে।
ভারতের হিন্দু পত্রিকার এক প্রতিবেদনে ভয়ংকর এই ফসল খেকো পঙ্গপালের আগমনের তথ্য তুলে ধরা হয় । এই পঙ্গপালের দল শিঘ্রই ভারতে আগমন করছে সাথে বাংলাদেশেও ধেয়ে আসছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয় এ গ্রীষ্মেই ভারতের কৃষি জমিগুলোতে হামলে পরতে পারে পঙ্গপাল। ভারত সরকারি সুত্রে জানায় দুই ফ্রন্টেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার।

প্রতিবেদনে বলা হয় হর্ন অব আফ্রিকা থেকে একদল পঙ্গপাল গতিপথে মরু অঞ্চলের সাথে যুক্ত হয়ে হানা দিচ্ছে।
এদের একটি ঝাক ইয়েমেন, বাহরাইন, কুয়েত, কাতার, ইরান, সৌদি আরব ও পাকিস্তান হয়ে ভারতে হানা দিচ্ছে। এরা ভারতের কয়েকটি এলাকায় ঢুকছে। অন্য দলটি ভারত মহাসাগর অতিক্রম করে সরাসরি ভরত উপ-দ্বীপের কৃষি জমিতে নেমে পড়তে পারে। এরপরই যাবে বাংলাদেশের দিকে।

এর অগে বাংলাদেশের কৃষি অধিদপ্তর থেকে আশাঙ্কা করা হয়েছিল, এ দেশেও হানা দিতে পারে পঙ্গোপাল। পঙ্গপাল বাতাসের উঞ্চতার উপর ভিত্তি করে চলাফেরা করে এবং এক জায়গায় খাবার ফুরালে অন্য জায়গা খোঁজ করে। এ কারনে কৃষি অধিদপ্তরের ধারনা এরা বাংলাদেশেও হানা দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

পুলিশ

নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকুরি হারাবে-দেখানো হবে পলাতক

নারাায়ণগঞ্জ বাণী২৪.কম’নির্ধারিত তারিখে যোগ না দিলে চাকরি হারাবেন পুলিশ সদস্যারা, সেই সাথে তাদের পলাতক দেখানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন