নারায়ণগঞ্জ-৪

বাবা-দাদা সহ তিন ভাই এমপি ছিলাম,এমপি না হলেও সমস্যা নাই-শামীম ওসমান

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সাংসদ শামীম ওসমান বলেছেন, আপনাদের ঘুম থেকে জাগানো আমার কাজ, আমার এমপি না হলে সমস্যা নাই। আমার দাদ-বাবা ও আমরা তিন ভাই এমপি ছিলাম।

১৬ নভেম্বর শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাংসদ শামীম ওসমান বলেন, আমাকে ভোট দেন বা ভোট ভিক্কাদেন আমি তা বলবো না। আপনারা আমার থেকে অনেক

জ্ঞানী। সমাজের সবাই এখন তার ভাল-মন্দ বোঝে, এখন আর কেউ কারো কথায় ভোট দেয়না, নিজের কাছে যাকে ভাল লাগে

তাকেই ভোট দেয়। অামি কারো মতো গরীর মানুষের  ঈমান বেচেঁ-কেনা করতে চাইনা। কারন যারা ঈমান কেনা-বেচা করে

তারা ‍উভই আল্লাহর কাছে মহা পাপী।

তিনি আরো বলেন. আমি যদি আপনাদের কাছে কাটা হয়, আমকে ছিড়ে ফেলে দিবেন,আর যদি ফুল-ফল গাছ হই, তবে আমাকে রোপন করুন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান,প্যালের মেয়র মতিউর রহমান,

থানা আ.লীগের সাধারন সম্পাদক সহ আ.লীগের অনেক নেতা-কার্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদ সোনারগাঁ উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ  গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।