নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সোনারগাঁয়ের কাচপুর এলাকায় বাসের চাপায় স্কুলছাত্রী গুরুতরো হয়েছে।
আহত স্কুলছাত্রীর নাম সাদিয়া আক্তার (১৫) । আহত স্কুলছাত্রী সাদিয়া অক্তার কাচপুর এলাকার ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী।
(৪ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকর উমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।
স্কুলছাত্রী আহতের ঘটনায় বাকি স্কুল শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ঢাকা -চট্রগ্রাম মহাসরক অবরো করে ও কয়েকটি গাড়ি ভাংচুর করে।
যানা গেয়ে বাস চাপায় স্কুলছাত্রী সাদিয়ার মৃত্যুর সংবাদ ছরিয়ে পরলে শিক্ষার্থীরা মহসড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর করতে থাকে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম জানান, স্কুলছাত্রী সাদিয়া আক্তার নিহতের গুজবে ওই সড়কে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী একত্রিত হয়ে অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর ও সড়ক অবরোধ করে রাখে। পরে স্কুলছাত্রী সাদিয়া আক্তার নিহত হয়নি ও তাকে মেডিকেল কলেজ ভর্তি করে চিকৎসা প্রদান করা হচ্ছে একথা তাদের বুঝিয়ে বলার পর সড়ক থেকে সরানো হয়েছে।
আরো পড়ুনঃ অন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফেরালো এমপি খোকা (ভিডিও)