নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিত, সকল অফিসে এক মাসের ছুটি ঘোষনা করেছেন প্রধানমন্রী শেখ হাসিনা। এমনি একটি গুজব খবর ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যেমে।
তবে খবরটি মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যেমে “বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিত, সকল অফিসে এক মাসের ছুটি ঘোষনা করেছেন প্রধানমন্রী শেখ হাসিনা” তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।
২রা এপ্রিল বৃহস্পতিবার গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি আরো বলেন, বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিতের বিষয়টি যারা অপপ্রচার চালাচ্ছেন, তা অপরাধের পর্যায়ে পড়ে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া ববে বলেও তিনি জানান । করোনা মোবাবেলায় যেকোন পদক্ষেপ গ্রহন করা হলে তা প্রধানমন্ত্রী নিজেই জানাবেন।কেউ মিথ্য সংবাদে ও গুজবে কান দিবেন না বলেও আহবান জানান্ তিনি।
আরো খবর পড়ুন..
১.প্রত্যেক উপজেলা থেকে নমুনা সংগহ করার নির্দেশ প্রধানমন্ত্রীর