নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ খালেদা জিয়া কে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে নেওয়া হয়েছ গতকাল ৬ অক্টোবর বিকলেচিকিৎসারত অবস্থায় খালেদা জিয়া বিএসএমএমইউ
কেবিন ব্লকের ছয়তলার ৬১২ নম্বর ডিলাক্স কেবিনে রাখা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত এই কেবিনে দুটি খাট,
টিভি ও অ্যাটাচড বাথরুমের ব্যাবস্থা রয়েছ এবং রুমের পাশেই রয়েছে সোফা সেট।
খালেদা জিয়ার রুমের পাশেই রয়েছে আরো একটা রুম, যেখানে কারা রক্ষীদের থাকার ব্যাবস্থা করা হয়েছে।
এছারাও রয়েছে জরুরী প্রয়োজনে ডাক্টার বা নার্সকে ডাকার জন্য কলিং বেল।
আদালতের নির্দেশে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা প্রদানের জন্য ৫ সদস্য বিশিষ্ট মেডিকেল র্বোড গঠন করে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।
হাসপাতালের পরিচালক সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, গতকাল খালেদা জিয়া কে চিকিৎসার জন্য
ভর্তি করা হয়েছে, তিনি বিএসএমএমইউতে ৬ষ্ঠ তলার ৬১২ নম্বার কেবিনে করয়েছেন,তার চিকিৎসার জন্য ৫ সদস্যর মেডিকেল টিম করবে।
উল্লেক্ষ যে, বেগম জিয়া পুরনো কেন্দ্রীয় কারাগারে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ড
পেয়ে বন্দী রযেছেন।
আরো খবর পড়তে এখানে ক্লিক করুনঃ
বিএসএমএমইউতে চিকিৎসার জন্য বেগম জিয়া