নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বিকেএমইএ এর সদস্য সকল নিটওয়ার ইন্ড্রাস্টি আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়েছে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৬ মার্চে থেকে দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতষ্ঠান সরকারি ঘোষনা মোতাবেগ বন্ধ থাকলেও চালু চিল পোশাক কারখানা গুলো। পোশাক কারখানার মালিক সংগঠন বিকেএমইএ ও বিজিএমইএ প্রেশিডেন্টদয় প্রয়োজন অনযায়ী কারখানা চালানো কথা বললেও কারথানার মলিকদের অনুরোধ করেছিলেন কারখানা বন্ধ রাথার জন্য। সারা বিশ্বে ক্রমসই করোনা ভয়াবহ রুপ ধারন করছে।
তাই বাংলাদেশে করোনা সংক্রামনের ঝুকি কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিকেএম্ইএ।
ইতিমধ্যে বাংরাদেশে ৪৮ জন করোনায় সংক্রামিত হয়েছ্ এবং আক্রান্ হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের।
আরও পড়তে নিচের লিংকে ক্লিক করুন..
- ১০০০ ছাড়ালো নারায়ণগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা
- করোনায় আক্রান্ত ৭ গার্মেন্টস কর্মী
- শুক্রবার পর্যন্ত নারায়ণগঞ্জের সর্বশেষ করোনা পরিস্থিতি
- সোনারগাঁয়ে একই পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত
Follow @https://twitter.com/NBani24