বিকেএমইএ

বিকেএমইএ ’র সদস্য ভুক্ত সকল নিটওয়্যার কারখানা ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষনা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বিকেএমইএ এর সদস্য সকল নিটওয়ার ইন্ড্রাস্টি আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়েছে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৬ মার্চে থেকে দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতষ্ঠান সরকারি ঘোষনা মোতাবেগ বন্ধ থাকলেও  চালু চিল পোশাক কারখানা গুলো। পোশাক কারখানার মালিক সংগঠন বিকেএমইএ ও বিজিএমইএ প্রেশিডেন্টদয় প্রয়োজন অনযায়ী কারখানা চালানো কথা বললেও কারথানার মলিকদের অনুরোধ করেছিলেন কারখানা বন্ধ রাথার জন্য। সারা বিশ্বে ক্রমসই করোনা ভয়াবহ রুপ ধারন করছে।

তাই বাংলাদেশে করোনা সংক্রামনের ঝুকি কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিকেএম্ইএ।

ইতিমধ্যে বাংরাদেশে ৪৮ জন করোনায় সংক্রামিত হয়েছ্ এবং আক্রান্ হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের।

আরও পড়তে নিচের লিংকে ক্লিক করুন..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

BKMEA

Executive পদে বিকেএমইএ(BKMEA)-তে নিয়োগ বিজ্ঞপ্তি

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ Executive পদে বিকেএমইএ-তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন করতে ও বিস্তারি জানতে বিস্তারিত পড়ুন।