হত্যা

বিচারকের খাস কামরায় ঢুকে আসামীকে কুপিয়ে হত্যা-বিচারকের প্রশ্ন-আমার নিরাপত্তা কোথায়.?

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ আদালতের কার্যক্রম চলা অবস্থায় বিচারকের খাস কামরায় ঢুকে এক আসামীকে এলোপাথারি কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। ১৫ জুলাই সোমবার  কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক বেগম ফাতেমা ফেরদৌসের আদালতে বেলা ১১টার দিকে এঘটনা ঘটে।

এসম বিচারক বেগম ফাতেমা ফেরদৌস সাংবাদিদের বলেন, আমার খাস কামরায় ঢুকে আমার সামনে একজনে কুপিয়ে হত্যা করা হলো..! হামলা আমার উপরেও হতে পারতো,,,,,!! তাহলে আমাদের নিরাপত্তা কোথায়….?

এ সময় ঘাতক  হাসানকে আটক করেছে পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের এক হত্যাকান্ডে জামিনে থাকা আসামীরা আদালতে হাজিরা দিরে আসে । এ সময় মামলার ৪র্থ আসামী ফারুককে  ছুরি নিয়ে তারা করে একই মামলার ৮ নাম্বার আসামী হাসান। ফারুখ প্রান বাচাতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক বেগম ফাতেমা ফেরদৌসের খাস কামরায় ঢুকে য়ায়। সেখানে ঘাতক হাসান ফারুকে এলোপাথারি ছুরিকাঘাত করতে থাকে। ধস্তাধস্তির পার্যায়ে একটি মামলার হাজিরা দিতে আসা কুমিল্লার বাঙ্গরা থানার এএসআই ফিরোজ ঘাতকে হাসানকে আটক করে।

আসামী ফারুখকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

কুমিল্লার পুলিশ সুপার জানায় , েএকই মামলার আসামী এক জন আরেক জনকে ছুরিকাঘাতে হত্যা করেছে।  ঘাতককে আটক করা হয়েছে।

সূত্র-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

হত্যা

সিদ্ধিরগঞ্জে বাইক আরোহী এক যুবককে হত্যা করল বনভোজনের যাত্রীরা

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ সিদ্ধিরগঞ্জে বাইক আরোহী এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বনভোজনের যাত্রীদের বিরুদ্ধে । এ ঘটনায় নিহতের চাচা জজ মিয়া বাদী