নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ এবার ফেস্টুলার মাধ্যেমে রাস্তায় বিজ্ঞাপন দিয়ে ছাত্র-ছাত্রী সহ মাধ্যেমিক বিদ্যালয় বিক্রয়ের চেষ্টা চালাচ্ছে এক বেসরকারী স্কুল কর্তিপক্ষ।
এমনি এক বিজ্ঞাপনের ছবি ভাইরাল হয়েছে সোস্যাল যোগাযোগ মাধ্যেম ফেসবুকে।
বিজ্ঞাপন যদি হয়- ছাত্রছাত্রীসহ হাইস্কুল বিক্রির- তাহলে ভিন্ন ও অদ্ভুত মনে হতে পারে। তবে অদ্ভুত হলেও ঘটনা সত্যি ও তার প্রমান পাওয়া গেছে।ফেসবুকে ব্যবহারকারীদের ওয়ালে বেশ কয়েকদিন ধরেই এ বিজ্ঞাপনটি ঘুরছে।
‘বিক্রয় হইবে হাইস্কুল-প্লে-দশম শ্রেণি চলমান ৪৫০ জন ছাত্রছাত্রীসহ -তবে বিজ্ঞাপনের বোর্ডে দেওয়া নেই স্কুলের নাম ও ঠিকানা । বিজ্ঞাপনের ফেস্টুলায় দেওয়া মোবাইল নাম্বার কল করে নাম্বারটি বন্ধ পাওয়া যায় । নাম্বারটি বন্ধ থাকায় স্কুলের নাম ও ঠিকানা জানা সম্ভব হয়নি।