নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ র্যাবের অভিযানের রাজধানীতে বিপুর পরিমান করোনা টেস্টিং কিট জ্বদ করা হয়েছে। ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে রাজধানীর শহীদবাগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যামাণ আদালতের অভিযানে ্এসব কিট জ্বদ করা হয়।।
অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু গনমাধ্যেমকে জানান, রাজারবাগ পুলিশ লাইনসের বিপরীত পাশের গলিতে শহীদবাগ মসজিদ সংলগ্ন এলাকায় অভিজান চালিয়ে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ টেস্টিং কিট জব্দ করা হয়।
তবে কিভাবে তাদের কাছে এই করোনা টেস্টিং কিট গুলে এলো তা এখনো জানা যায়নি। অবৈধভাবে মজুদকরীদের কাছে থেকে জানার চেষ্ট করা হচ্ছে বলেও জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু ।