নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বিমান বাংলাদেশের একটি বোয়িং বিমান সৌদি আরবের উদ্দেশ্য উড্ডয়নের সময় রানওয়েতে ইউএস বাংলার একটি বামান ধাক্কা লাগে।
ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাত পৌনে ২টায়। জানা গেছে ’বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ বিমানটি উড্ডয়নের সময় রানওয়ের পাশে দাঁড়িয়ে থাকা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ড্যাস-৮ উড়োজাহাজকে ধাক্কাদেয়। তবে পাইলট তাৎক্ষনিক ভাবে বিমানের কন্ট্রোল রাখায় বড় ধরনের দূঘটনা থেকে রক্ষা পায় বিমানটি। এতে ক্ষতিগ্রস্ত হয় ইউএস বাংলাবিমানের কিছু অংশ।
তবে এ ঘটনার পর বিমান কোন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা ত পরিক্ষা না করেই উড্ডয়ন করে বিমান বাংলাদেশ। পরে ১ ঘন্টা পর রাত ৩ টার দিকে পাইলটে কিছু সমস্যর মুখোমুখি হলে পূণরায় হজর শাহজালাল বিমান বন্দরে জরুরি অবতরন করে।
এরপর পরিক্ষা-নিরীক্ষার পর সৌদি আরবের উদ্দেশ্য রওনা করে বিমানটি।