নারাায়ণগঞ্জ বাণী২৪.কমঃ ২০২০ সালের বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় স্থান করে নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনার আবস্থান ৩৯ তম।
৮ ডিসেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস এ তালিকা প্রকাশ করে।
গত বাছরের ১০০ ক্ষমাতাধর নারীর মধ্যে ২৯ তম ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের জরিপের সাথে এ বছরের তালিকায় দেখ যায়, ২৯ তম স্থান থেকে পিছিয়ে এ বছেরের তালিকায় রয়েছেন ৩৯ তম স্থানে।
তবে গত বছরের ন্যায় টানা দশমবারের মতো ক্ষমতাধর ১০০ নারীর প্রথম স্থান ধরে রেখেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। এবই সাথে প্রধামবারের মতো ১০০ জনের তালিকায় আগমন করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শেখ হাসিনা