নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বিশ্ব যক্ষ্মা দিবস-২০১৯ উপলক্ষে বিকেএমইএ এর হেল্থ কেয়ারের উদ্যেগে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২৪ মার্চ রবিবার নারায়ণগঞ্জ বিসিক শিল্প এলাকায় অবস্থিত বিকেএমইএ হেল্থ কেয়ার প্রঙ্গন থেকে র্যলিটি শুরু হয়ে বিসিক শিল্প এলাকা প্রদক্ষিন করে।
র্যালিটির প্রতিবাদ্য বিষয় ছিল, “এখনি সময় অঙ্গীকার করার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়া ’’।
র্যালিতে অংশগ্রহন করেন, বিকেএমইএ এর ঢাকা কার্যালয়ের সিনি.যুগ্ম সচিব(এডমিন) ওয়াহিদুজ্জামান, বিকেএমইএ এর টিবি কন্টোল প্রজেক্টের মেডিকেল অফিসার ও প্রজেক্ট মনিটরিং বিভাগের যুগ্ম সচিব ডা. লুৎফুন নাহার বন্যা, বিকেএমইএ চাইল্ড ডে-কেয়ার সেন্টারর সিনিঃ সহকারি সচিব মোঃ মাসুম, টিবি কন্টোল প্রজেক্টের প্রজেক্ট ম্যানাজার , হেল্থ স্টাফ সহ সকল কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য যে, পোষাক শিল্পে শ্রমিকদের স্বাস্থর উন্নয়কল্পে বিকেএমইএ এর হেল্থ কেয়ার কেন্দ্রে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদানের করে যাচ্ছে। এর পাশাপাশি পোশাক কারখানায় কর্মরত নারীদের কর্মকালীন সময়ে (সকল ৭ টা থেকে বিকাল৫ টা) ০৬ মাস বয়স থেকে ৫ বছরের শিশু বাচ্চোদের জন্য উন্নতমানের খাদ্য, শিক্ষা চিকিৎসা সেবা সম্পন্য বিনামূল্য চাইল ডে-কেয়ার সেন্টারের সেবা প্রদান করে যাচ্ছে।