করোনা

বুধবার-নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা-পড়ুন বিস্তারিত

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ গত ২৪ ঘন্টায় আবারো বেড়েছে নারায়নগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা। সাথে যোগ হয়েছে আক্রান্তদের মধ্যে মৃত্যু। দেশে করোনা মহামারি প্রকোপ কমতির দিকে হলেও গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৫০ জনের।

নারায়ণগঞ্জে গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮ জনে, ছিলনা মৃত্যুর সংখ্যা। নগরী সহ পুরো জেলায় জনজীবন সাভাবিক হয়েছে আনেক আগে থেকেই। করোনা সংক্রামন রোধে চলা-ফেরায় ও গনপরিবহনে সরকারের কঠোর নির্দেশেনা থাকলেও মানছেনা জনগন। newsnarayanganj42.pressnarayanganj24, sonargaonnews, bd protidin, bangladesh protidin

নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২২ জন এবং আক্রান্তদের  মধ্যে মৃত্যু হয়েছে ১ জনের। করোনা মৃত্যু ব্যাক্তির সোনারগাঁ উপজেলার বাসিন্দা, তার বয়স ৪৬ বছর।

৫ আগষ্ট বুধবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

জেলার নতুন আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি এলাকায় আক্রান্ত হয়েছে ১০ জন, রুপগঞ্জে আক্রান্ত হয়েছে ৭ জন, সদরে আক্রান্ত হয়েছে ৪ জন এবং সোনারগাঁয়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ১ জন।

জেলায় নতুন আক্রান্ত ২২ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ৫৯৫২ জন এবং নতুন মৃত্যু ১ জন সহ মোট মৃত্যুর সংখ্যা দাড়াল ১২৭ জনে।

জেলায় গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬৬ জনের, এর মধ্যে আড়াইহাজার থেকে ৯ জনের, বন্দর থেকে ৮ জনের, ৩’শ শয্যা হাসপাতাল থেকে ৫৮ জনের, রুপগঞ্জ থেকে ১৩ জনের, ইউএস বাংলার মাধ্যেমে ২২ জনের, সদর থেকে ৪৭ জনের এবং সোনারগাঁ থেকে সংগ্রহ করা হয়েছে নতুন করে ৯ জনের নমুনা।

নতুন সংগ্রীহিত নমুনা সহ জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ৩২৫৮০ টি ,যার মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে ৫৯৫২ জনের।গত ২৪ ঘন্টায় করোন আক্রান্তদের মধ্যে নতুন সুস্থ না থাকায় জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থতার সংখ্যা ৫৬১৪ জন।

আরও পড়ুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

গ্রেফতার

রুপগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

নারায়গঞ্জ বাণী২৪.কমঃ রুপগঞ্জে ইয়াবা সহ এক মাদক ব্যবসয়িকে  গ্রেফতার করেছে পলিশ। গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ির নাম মামুন। সে  মাদক কারবারি মামুন উপজেলার