নারায়ণগঞ্জ বাণী২৪.কম সার্ভে ও রেজিষ্ট্রেশন সনদ , মাষ্টারের লাইসেন্স না থাকা এবং বিষ্ফোরণ ও সংঘর্ষ এড়ানের প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকা সহ নৌপথে বিভিন্ন অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
১৫ এপ্রিল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহমুদা মাসুমের নেতৃত্বে মোবাইল কোর্ট পারিচালনার মাধ্যমে এ অভিযান চালােো হয়।
এ অভিযানে নারায়ণগঞ্জের বুরিগঙ্গা নদীতে চলাচলরত ৬ টি নৌযানকে বিভিন্ন পরিমানে মোট ২৭ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা মাসুম জানান, সার্ভে সনদ, মাষ্টারের লাইসেন্স, রুট পারমিট, বিষ্ফোরণ ও সংঘর্ষ এড়ানোর প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় নারায়ণগঞ্জের বুরিগঙ্গা নদীতে চলাচলরত ৬ টি নৌযানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত বিভিন্ন নদীতে চলমান নৌযানগুলোতে নৌ আইন প্রতিপালন নিশ্চিত করন সহ নৌপথে শৃংখলা ফিরিয়ে আনতে এবং লাইসেন্স বিহিন অবৈধ নৌযান ধরতে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা