বুরিগঙ্গা নদীতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অভিযান-বিভিন্ন নৌযানকে আর্থিক জরিমানা

নারায়ণগঞ্জ বাণী২৪.কম  সার্ভে ও রেজিষ্ট্রেশন সনদ , মাষ্টারের লাইসেন্স না থাকা এবং বিষ্ফোরণ ও সংঘর্ষ এড়ানের প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকা সহ নৌপথে বিভিন্ন অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।



১৫ এপ্রিল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহমুদা মাসুমের নেতৃত্বে মোবাইল কোর্ট পারিচালনার মাধ্যমে এ অভিযান চালােো হয়।

এ অভিযানে নারায়ণগঞ্জের বুরিগঙ্গা নদীতে চলাচলরত ৬ টি নৌযানকে বিভিন্ন পরিমানে মোট ২৭ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।


নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা মাসুম জানান, সার্ভে সনদ, মাষ্টারের লাইসেন্স, রুট পারমিট, বিষ্ফোরণ ও সংঘর্ষ এড়ানোর প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় নারায়ণগঞ্জের বুরিগঙ্গা নদীতে চলাচলরত ৬ টি নৌযানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত বিভিন্ন নদীতে চলমান নৌযানগুলোতে নৌ আইন প্রতিপালন নিশ্চিত করন সহ নৌপথে শৃংখলা ফিরিয়ে আনতে এবং লাইসেন্স বিহিন অবৈধ নৌযান ধরতে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

নারায়ণগঞ্জ জেলা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দর থানার মাদক মামলার আসামীর মৃত্যু

নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জ জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। হাজতি বন্দর থানার মাদক মামলার আসামী হয়ে গত ১৪ অক্টোবর থেকে জেলা কারাগারে ছিলেন।