নারায়ণগঞ্জ বাণী২৪ঃ নারায়ণগঞ্জে ৩রা জুন বুধবার পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ২৯১ জন। আত্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে মোট ৮৫ জন। জেলায় সুস্থ হয়েছে মোট ৮৪২ জন।
যে কারনে বাড়ছে নারায়ণগঞ্জে করোনার সংক্রমণ-যানতে এখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ জানায় গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে ৭১৭ জন সহ ১৪ হাজার ৮০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় আড়াইহাজার উপজেলায় ৫৭ জন, বন্দর উপজেলায় ( ৫টি ইউনিয়নে) ১৯ জন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ১৫৩ জন, রুপগঞ্জ উপজেলায় ৩৮০ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৮৭ জন এবং সোনারগাঁ উপজেলা এলাকা থেকে ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ নিয়ে আড়াইহাজার উজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ১ হাজার ৫৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় জেলায় ৩১ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ২৬০ জন। আক্রান্তদের মধ্যে উপজেলায় ২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সুস্থ হযে বাড়ি ফিরেছে মোট ৩৭ জন।
বন্দর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত মোট ৭৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় ৬ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ৯৯ জন। আক্রান্তদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ১৭ জন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ২৭৮ জনের। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ১৬ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ২৫৬ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু বরণ করেছে মোট ৫৩ জন। নাসিক এলাকায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৪৮৮ জন।
রুপগঞ্জ উপজেলায় এ পর্যন্ত মোট ৩ হাজার ৬৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে মোট ৪৩৪ জন করানায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু বরণ করেছে মোট ২ জন এবং সুস্থ হয়েছে মোট ৮ জন।
নারায়ণগঞ্জ সদর উপজেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে মোট ৩ হাজার ৪৪৩ জনের। তাদের মধ্যে গত ২৪ ঘন্টায় ২৮ জন সহ করোনায় আক্রান্ত হয়েছে মোট ৯৫৯ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু বরণ করেছে মোট ১৮ জন । এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ২৬৫ জন।
সোনারগাঁ উপজেলায় এ পর্যন্ত মোট ১ হাজার ১৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় জেলায় সর্বোচ্চ ৫৫ জন সহ এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে মোট ২৮৩ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৭ জন।
এ পর্যন্ত জেলায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী করোনায় আক্রান্ত হয়েছে মোট ৩ হাজর ২৯১ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে মোট ৮৫ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৮৪২ জন।