নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ জুলাই মাসে নারায়ণগঞ্জে করোনার সংক্রমণ অনেকটাই কমতির দিকে। তবে হটাৎ করেই গত ২ দুই দিন ধরে উর্ধমূখী রয়েছে সংক্রমনের হার..!!!
গতকাল নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৪ জনে । যেখানে গত কয়েক দিনে সংক্রমণের সংখ্যা ছিল ২৪, ৫,৬,১১ ,৮ জনে। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৭ জন।
নতুন আক্রান্ত ২৪ জনের মধ্যে আড়াইহাজারে ১ জন, সিটি এলাকায় ১১ জন, রপগঞ্জে ৩ জন এবং সদার এলাকায় আক্রান্ত হয়েছে আরও ২ জন। গতকাল জেলার সকল উপজেলায় করোনায় আক্রান্ত রুগী শনাক্ত হলেও গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়নি কেউ বন্দর ও সোনারগাঁ উপজেরায়।
৩০ জুলাই বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ বিভাস সূত্রে এসব তথ্য জানা গেছে।
জেলায় গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯৭ জনের, যার মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে ১৭ জনের।
নতুন নমুনার মধ্যে আড়াইহাজার থেকে সংগ্রহ করা হয়েছে ৩ জনে, বন্দর থেকে ১২ জনের, ৩’শ শয্যা হাসপাতাল থেকে ৫২ জনের, রুপগঞ্জে থেকে ৮ জনের, ইউএস বাংলার মাধ্যেমে ২৭ জনের, সদর এলাকা থেকে ৫৫ জনের এবং সোনারগাঁ উপজেলা থেকে সংগ্রহ করা হয়েছে ১০ জনের নমুনা। করোনার সংক্রমণ
গত ২৪ ঘন্টায় জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়নি কেউ। নতুন সুস্থ না থাকায় জেলায় মোট সুস্থতার সংখ্যা ৫৪৯৫ জন। নতুন আক্রান্ত সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৮৮০ এবং নতুন নমুনা সংগ্রহ সহ জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ৩১৬।