নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ বৃহস্পতিবার দুপুর থেকে সারাদেশে মসজিদগুলোতে জামাতে নামাজ ও তারাবিহ পড়া যাবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রনালয়। ৬ মে বুধবার গনমাধ্যেমকে এ তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
তবে মসজিদে নামাজ আদায়ে মানতে হবে কিছু শর্ত। সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখা সহ মেনে চলথে হবে আরও কিছু শর্ত।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জানান,আগামীকল বৃহস্পতিবার যোহর থেকে মাসজিতে জামাতের সাথে নামাজ আদায় করতে পারবে মুসুল্লিরা।
মাসজিদে নামাজ পড়ার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতর নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে মসজিদে গমন করতে হবে। একই সাথে স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে সুনির্দিষ্ট কিছু শর্তাবলী থাকবে। এই শর্তাবলীা গুলো সারাদেশের মসজিদ পরিচালনা কমিটিকে জানিয়ে দেয়া হবে।