নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪ জন। তবে গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়নি করও।
১৩ আগষ্ট বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য পাওয়া যায়।
গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ জনের মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্ত হয়েছে ৭ জন। বন্দরে ২ জন , সোনারগাঁ ১ জন, রুপগঞ্জে ২ জন , আড়াইহাজারে ২ জন এবং নারায়ণগঞ্জ সদর উপজেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ২ জন । সর্বশেষ করোনার খবর
জেলায় নতুন শনাক্ত ১৪ জন সহ মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬০৮৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে নতুন মৃত্যু না থাকায় মোট মৃত্যুর সংখ্যা ১২৮ জন। নারায়ণগঞ্জের করোনার সর্বশেষ সর্বশেষ করোনার খবরকরোনার সর্বশেষ খবর
গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলা গুলো থেকে নতুন করো নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪০ জনের। এর মধ্যে , ৩’শ শয্যা হাসপাতাল থেকে ৭২ টি, ইউএস বাংলার মাধ্যেমে ৪৩ টি সদর উপজেলা থেকে ৪৪ টি , আড়াইহজার থেকে ১৫ টি, বন্দর থেকে ১৮ টি এবং সোনারগাঁ উপজেলা থেকে সংগ্রহ করা হয়েছে ২৪ টি নুমনা। newsnarayangnaj24, pressnarayanganj24
নতুন সংগ্রীহিত নমুনা সহ জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ৩৪০৯৬ টি ,যার মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে ৬০৮৬ জনের। জেলায় করোনা আক্রান্তদের মধ্যে মোট সুস্থতার সংখ্যা ৫৬৯৮ জন। নারায়ণগঞ্জের করোনার সর্বশেষ