নারায়ণগঞ্জ বানী নিউজঃ বাংলাদেশের উন্নয়নের প্রধান হাতিয়ার বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী ভাই-বোন । বাংলাদেশের অর্থিক উন্নতির পাশাপাশি বাংলার ইতিহাস ও ঐতিহ্য প্রচার প্রসারেও পিছিয়ে নেই প্রবাসী বাঙ্গলীরা । চায়ের আড্ডা থেকেই সুচনা হয়েছিল বাংলাদেশের পরাধীনতার শিকল ছিরে স্বাধীন হবার গল্পটা । ঠিক তেমনি যেন ৫ প্রবাসী (মুমিদ,কান্তা,দীপ্তি,মারুফ ও জনি)তরুন-তরুনির চায়ের আড্ডার মাঝে উঠে আসে ব্রিসবেনের মত একটা দেশে বাংঙ্গালী জাতির ঐতিহ্য কে ব্রিসবেন জাতির কাছে তুলে ধরার চিন্তা । যা ভেবেছিলেন তা করেও দেখালেন এই ৫ তরুন-তরুনি । প্রথমবারের মত তারা গত বছরের ১৪-ই এপ্রিল ২০১৭ তে ৩০ জন প্রবাসী নিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেন । এরই ধারাবাহিকতায় ১৭-ই র্মাচ ২০১৮-তে স্থানীয় গ্রীন ব্যাংক কমিউনিটি সেন্টারে ৩৫০ জন বাংঙ্গলী ও ব্রিসবেনীদের উপস্থিতিতে”ফাগুনের উল্লাসে” নামক এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন বাঙ্গালী সংগঠন “তাকঢুম” । স্থানীয় সময় দুপুর সাড়ে ১২ টার দিকে খানজাদা চৌধুরী মিতা ও শেখ বাশার উদ্দীনের পরিচালনায় ছোট হলুদ পরীর একদলের নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রায় আড়াই ঘন্টা ব্যাপী ঐতিহ্যবাহী গান আর নাচ পরিবেশন এর মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখে এক ঝাক তরুন তরুনী। শুধু মাত্র নাচ গান নয় এখানে ছিলো খাবার ও পোশাকের দোকান, যা কিনা আমাদের বাঙালি ঐতিহ্য কে তুলে ধরতে চেষ্টা করেছে। মূলত এই অনুষ্ঠান টি আয়োজন করা হয়েছে সকল বাংলাদেশী দের একত্রিত হয়ে নিজেদের রঙিন উৎসব এর স্বাদ উপভোগ করার জন্য, তাছাড়াও নিজেদের মধ্যে একতা হৃদ্যতা আর ভাব বিনিময়ের এক মাধ্যম হয়ে উঠবে এই অনুষ্ঠান, ঠিক এরকম টাই আশা ব্যক্ত করেন “তাকডুম” সংগঠনটির মূল পরিকল্পনাকারী রাদিয়া মেহনাজ দিপ্তী । বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি কে আর ঐতিহ্যের ধারা টা আগামী প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে, যেন সময়ের স্রোতে হারিয়ে না যায় এবং ভবিষ্যতে নাটক, গান ও দেশী-বিদেশী শিল্পীদের নিয়ে মেলাবন্ধনের আয়োজন করবেন বলে জানান “তাকডুম” এর সদস্য মুমিদ শরীফ।
রেদোয়ান ইসলাম