নারায়ণগঞ্জ বাণী২৪.কমঃ করোনা মহামারিতে শিক্ষা-প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হয়েছে। তবে এ সরকারি ছুটির আওতায় থাকছেনা কওমি মাদ্রাসা।
আজ ২৯ জানুয়ারি শুক্রবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংশ্লিষ্ট সকলপক্ষের সাথে আলোচনা করে এ সিদ্ধান্তের কথা জানান।
কওমি মাদ্রাসা ছাড়া দেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হয়েছে আগামী ১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত। দেশে প্রথম করোনা রুগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর ২০২০ থেকে ১৭ মার্চ ২০২০ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে । করোনা মহামারিতে চলমান ছুড়ি বাড়ানো হয়েছে কয়েবার।
শেষ ধাপে ৩০ জানুয়ারি ২০২১ পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ১৪ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে চলমান থাকবে অনলাইন ভিত্তিক শিক্ষা কর্যক্রম।